স্বেচ্ছাশ্রমে ময়মনসিংহের গৌরীপুর-কলতাপাড়া সড়কের মেরামত করে দিলেন বিএনপি

ময়মনসিংহের গৌরীপুর থেকে ময়মনসিংহ বিভাগীয় শহরে যাতায়াতের প্রধান সড়ক গৌরীপুর থেকে কলতাপাড়া রাস্তার স্বেচ্ছাশ্রমে সংস্কার ও মেরামত করে দিয়েছেন উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনের নির্দেশনায় সোমবার (২৪ নভেম্বর) দুপুর থেকে বিকাল পর্যন্ত সড়কটি মেরামত করে দেন নেতাকর্মীরা।

এ সময় নেতাকর্মীদের সাথে স্থানীয় বাসিন্দারাও কাজে অংশ নেন।

জানা গেছে, সড়কটি দিয়ে ময়মনসিংহ বিভাগীয় শহরসহ সারাদেশের সাথে গৌরীপুর উপজেলা এবং নেত্রকোনা জেলার সদর ও কেন্দুয়া উপজেলার হাজার মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা। সড়কটির গৌরীপুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁতকুড়া পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তা ছোট-বড় গর্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে প্রতিদিনই গাড়ি উল্টে দূর্ঘটনা ঘটছে।

এই দূর্ভোগ লাঘব করতে উপজেলা বিএনপি’র রাস্তা সংস্কারের এমন উদ্যোগ।

উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ হাবিবুল ইসলাম খান শহীদ বলেন, দীর্ঘদিন যাবত রাস্তাটি ভাঙাচোরা থাকায় মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করতো। বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনের নির্দেশনায় স্বেচ্ছাশ্রমের মাধ্যমে নেতাকর্মীরা মিলে রাস্তাটি মেরামত করে দিচ্ছি, যাতে মানুষের কষ্ট কিছুটা লাঘব হয়। পাশাপাশি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে সবার প্রতি আহবাণ জানান তিনি।

গৌরীপুর পৌর বিএনপির আহবায়ক আলী আকবর আনিছ বলেন, আমরা দলীয়ভাবে নেতাকর্মীদের নিয়ে নিজেদের অর্থায়নে বিভিন্ন ইটভাটা থেকে আধলা ইট, রাবিস, বালু এনে নিজেরাই স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রাস্তাটি মেরামত করছি। রাস্তাটি স্থায়ীভাবে সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরের প্রতি দাবী জানিয়েছেন তিনি।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনের নির্দেশনায় স্বেচ্ছাশ্রমে সড়কটি সংস্কার করে দেওয়া হয়েছে।

ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদল সভাপতি নূরুজ্জামান সোহেল বলেন, রাস্তাটি দীর্ঘদিন যাবত খানাখন্দে ভরপুর থাকায় মানুষজন দূর্ভোগ ও কষ্ট করে আসছে। নিজেদের অর্থায়নে আজকে রাস্তাটি সংস্কার করার মধ্য দিয়ে সাময়িকভাবে কিছুটা অসুবিধা দূর হবে।

রাস্তা মেরামত কাজে অংশ নেন গৌরীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ হাবিবুল ইসলাম খান শহীদ, শামছুল হক (ভিপি শামছু) ফারুক আহমেদ, আনোয়ারুল ইসলাম কামাল, সদস্য ইউসুফ আলী মিন্টু, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য মোফাক্কারুল ইসলাম, গৌরীপুর পৌর বিএনপির আহবায়ক আলী আকবর আনিছ, সিনিয়র যুগ্ম আহবায়ক রমজান হোসেন খান জুয়েল, নিজাম উদ্দিন সরকার, বেগ ফারুক আহমেদ।

জয়নাল আবেদীন খোকন, মেহেদী হাসান রতন, একেএম শহীদুল্লাহ লিটন, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মাহফুজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শোয়েব মুন্সি, উপজেলা কৃষকদলের সভাপতি সাইফুল ইসলাম মিলন, পৌর কৃষকদলের সভাপতি কাজীয়েল হাজাত শাহী মুন্সী, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদল সভাপতি নূরুজ্জামান সোহেল, উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নূর মোহাম্মদ মামুন।

ছাত্রদল সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি মাঈনুল ইসলাম শাহীন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমরান হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহীন আলম তারা, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান সাগর, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, ময়মনসিংহ উত্তর জেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংস্থার আহবায়ক মোঃ সাখাওয়াত হোসেন, পৌর শ্রমিক দলের আহবায়ক অলি মুন্সীসহ বিভিন্ন অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আমিনুল ইসলাম বলেন, রাস্তাটির দরপত্র দেয়া হয়েছে। এখন ঠিকাদার নিয়োগ করা হবে। জানুয়ারীর মধ্যে রাস্তাটির কাজ শুরু হবে বলে তিনি জানান।