স্বৈরাচার-ফ্যাসিবাদ পতনের জন্য খালেদা জিয়ার লন্ডন সফর
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে অপপ্রচার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু। তিনি বলেন, এই সফর স্বৈরাচার ও ফ্যাসিবাদ পতনের জন্য। তাই লন্ডনে চিকিৎসাসহ অন্যান্য কাজে সময়কে ব্যবহার করছেন খালেদা জিয়া।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন বিএনপির এই নেতা। খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
শামসুজ্জামান দুদু বলেন, ‘লন্ডন সফর হচ্ছে স্বৈরাচার পতনের জন্য, ফ্যাসিবাদকে পতনের জন্য সেই লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসা এবং সময়গুলোকে তিনি ব্যবহার করতে চান। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এটা নিয়ে অপপ্রচার করার কিছু নেই। আমাদের প্রথম পছন্দ আলোচনা, দ্বিতীয় পছন্দ আন্দোলন বা সংগ্রাম যাই বলেন সেটি।’
খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করা হোক, জনগণ তা ধূলিসাৎ করে দেবে বলেও মন্তব্য করেন শামসুজ্জামান দুদু।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন