স্যুইমস্যুটে কাজলের মেয়ে, ছবি ভাইরাল
শাহরুখ খান থেকে শুরু করে সাইফ আলী খান, বলিউডের এমন জনপ্রিয় তারকাদের ছেলে-মেয়েদের ছবি প্রায়ই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। এবার নায়িকা কাজল তার মেয়ের ছবি টুইট করেই হইচই ফেলেছেন। বছরের শুরুতেই সেই ছবি এখন ভাইরাল।
পরিবারের সঙ্গে থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়েছেন কাজল। ট্র্যাভেলের বেশ কিছু ছবি একের পর এক পোস্ট করে চলেছেন তিনি। রোববার বড় মেয়ে নাইসা দেবগনের একটি ছবি পোস্ট করেন কাজল। কাজল কন্যার খোলামেলো ছবির উপর ঝাঁপিয়ে পড়েছেন নেটিজনরা।
ছবিতে দেখা যাচ্ছে গোধূলী বেলায় নাইসা সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছে স্যুইমস্যুট পরে। নাইসার ছবিটি দেখে মনে হতে পারে কোনও ফ্যাশন ম্যাগাজিনের প্রচ্ছদ। সুইমস্যুটের সঙ্গে মাথায় তোয়ালে বাঁধা তার। সমুদ্রে গোসল শেষে ক্যামের সামনে পোজ দিয়েছেন নাইসা।
কাজলের চেহারার সঙ্গে অনেকটাই মিল আছে নাইসার। যেন তরুণী বেলার কাজলের কথাই মনে করিয়ে দিচ্ছে ছবিটি।
‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ (১৯৯৫) ছবিতে তোয়ালে জড়িয়ে একটি গানে নেচেছিলেন কাজল। সেই নাচ আজও ভুলতে পারেননি তার ভক্তরা। নাইসার এই ছবি যেন সেই কাজলকেই মনে করিয়ে দিল।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন