সড়ক দুঘর্টনায় মা-ছেলেসহ নিহত ৩
কুমিল্লায় কাভার্ডভ্যান চাপায় মা-ছেলেসহ তিনজন নিহত ও দুইজন আহত হয়েছেন।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে জেলার সদর দক্ষিণ থানার পাশে লহিপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ধনাইতরী এলাকার ইকরাম হোসেনের স্ত্রী মাহমুদা আক্তার (২৫), তার ছেলে আরশাদ (১৮ মাস) এবং গোপালনগর এলাকার মৃত. আব্দুর খালেকের ছেলে অটোরিকশাচালক মনির হোসেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সদর দক্ষিণ উপজেলার ধনাইতরী গ্রামের ইকরাম হোসেন (৪৮) তার স্ত্রী ও সন্তানকে নিয়ে অটোরিকশায় জেলার বরুড়া উপজেলায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। লহিপুরা এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান তাদের বহনকারী অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ইকরাম হোসেনের স্ত্রী মাহমুদা আক্তার (২৫), তার ছেলে আরশাদ (১৮ মাস) নিহত হয়। অটোরিকশাচালক মনির হোসেনকে উদ্ধার করে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সদর দক্ষিণ মডেল থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, অটোরিকশাচালক কোনো প্রকার সিগন্যাল ছাড়াই সড়কে উঠলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আহতদের কুমিল্লা সেন্ট্রাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন