সড়ক দুর্ঘটনার কবলে ক্রিকেটার রাজ্জাক
গোপালগঞ্জ: জেলার কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে আহত হয়েছেন ক্রিকেটার আব্দুর রাজ্জাক। পরে তিনি চিকিৎসা নিয়ে ফের গ্রামের বাড়িতে ফিরে যান। গ্রামের বাড়ি বাগেরহাটের ফকিরহাটে ঈদ শেষে ঢাকায় ফেরার পথে মঙ্গলবার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়ার কাছে সপরিবারে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন রাজ্জাক।
সেদিন রাত ১২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে তিনি গ্রামের বাড়িতে ফিরে যান বলে জানিয়েছেন তার আত্মীয় আব্দুল্লাহ বনি।
কাশিয়ানি থানার ওসি একেএম আলী নূর জানান, ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়ায় গাড়ির চাকা পাংচার হয়ে দুর্ঘটনার শিকার হন সপরিবারে আব্দুর রাজ্জাক। ওসি আরও জানান, গ্রামের বাড়ি বাগেরহাটের ফকিরহাটে ঈদ করে পরিবার নিয়ে ঢাকা ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
আব্দুল্লাহ বনি জানান, রাজ্জাকের বাড়ি ফকিরহাটের সৈয়দপাড়া গ্রামে। ঈদ করতে স্ত্রী-সন্তানকে নিয়ে বাড়ি এসেছিলেন তিনি। দুপুরের পর স্ত্রী ইশরাত জাহান অনি, দুই বছরের ছেলে আদিয়ান এবং এক বোন ও দুই ভাগ্নিকে নিয়ে ঢাকার পথে রওয়ানা হন। রাজ্জাক নিজেই গাড়ি চালাচ্ছিলেন। বিকাল ৫টার দিকে গোপালগঞ্জের ভাটিয়াপাড়ার কাছে গাড়ির চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা সবাই কম-বেশি জখম হয়েছে। রাজ্জাকের শরীরে কয়েক জায়গায় ছিলে গেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন