সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত কিশোরের মৃত্যু
রাজধানীর বিমানবন্দর ফ্লাইওভারের উত্তর পাশে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (১৩) এক কিশোরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাত ১টার দিকে গুরুতর আহত অবস্থায় ওই কিশোরকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিমানবন্দর থানার উপপরিদর্শক আবু সাঈদ জানান, রাস্তা পার হওয়ার সময় কোনো যানবাহনের ধাক্কায় কিশোরের মৃত্যু হতে পারে। তার পরনে একটি চেক লুঙ্গি ছিল। ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন