সড়ক দুর্ঘটনায় আলোচনা শুধু বাংলাদেশেই হয় : শাজাহান খান
রাজধানীর কুর্মিটোলায় বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনা প্রসঙ্গে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান সাংবাদিকদের সাংবাদিকদের বলেছেন- ‘প্রতিবেশী দেশ ভারতে প্রতি ঘণ্টায় ১৬ জন দুর্ঘটনায় মারা যায়। সেখানে এতো আলোচনা হয় না, শুধু বাংলাদেশেই হচ্ছে।
তিনি বলেন, আমি মনে করি যে যতটুকু অপরাধ করবে, সে ততটুকু শাস্তি পাবে। আর যে শাস্তি পাবে সেই শাস্তি নিয়ে বিরোধিতা করার কোনো সুযোগ নেই।’
রোববার (২৯ জুলাই) সচিবালয়ে সাংবাদিকরা নৌমন্ত্রীকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের শীর্ষনেতা হিসেবে প্রতিক্রিয়া জানতে চেয়ে প্রশ্ন করেন- ‘আপনার নিয়ন্ত্রিত পরিবহন শ্রমিক সংগঠনের বাসগুলোর রেষারেষিতে রাজধানীতে এমন দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। মানুষ মারা যাচ্ছে, আহত হচ্ছে কিংবা পঙ্গু হয়ে যাচ্ছে। এর দায় শ্রমিক সংগঠনগুলো কিভাবে এড়াতে পারে?’
এ বিষয়ে শাজাহান খান বলেন- ‘এ প্রোগ্রামের সঙ্গে কি এটা রিলেটেড? আপনারা কি লক্ষ্য করেছেন, ভারতের মহারাষ্ট্রে গতকাল সড়ক দুর্ঘটনায় ৩৩ জন মারা গেছে। এগুলো নিয়ে আমরা যেভাবে কথা বলি, ওখানে কি এগুলো নিয়ে কেউ এভাবে কথা বলে? আমি শুধু এইটুকু বলতে চাই যে, যতটুকু অপরাধ করবে, সে সেভাবেই শাস্তি পাবে। এটা নিয়ে পরে আলোচনা হবে। আমরা এখন মোংলা বন্দরের কাজটা শেষ করি। মোংলা বন্দর নিয়ে কোনও প্রশ্ন থাকলে সেটা আপনারা করতে পারেন।’
এর আগে, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর কুর্মিটোলায় সড়কে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের চাপা দেয় জাবালে নূর পরিবহনের একটি বাস। এতে ঘটনাস্থলে দুই শিক্ষার্থীর মৃত্যু হয় এবং আহত হয় আরো কয়েকজন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন