হজযাত্রী নিয়ে প্রথম ফ্লাইট ঢাকা ছাড়লো
অপেক্ষার পালা শেষ। রোববার (০৫ জুন) শুরু হয়েছে হজ ফ্লাইট। সকাল সোয়া ৯টায় ৪১৯ যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে গেছে। এদিন যাচ্ছে বাংলাদেশ বিমান এবং সৌদি এয়ারলাইন্সের মোট দুটি ফ্লাইট।
বাংলাদেশ থেকে এবার ১২৮টি ফ্লাইট পরিচালিত হচ্ছে। বাংলাদেশ বিমান ৬৫টি, সাউদিয়া ৫১টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১২টি ফ্লাইটে হজযাত্রী পরিবহন করবে।
৫ জুন হজ যাত্রা শুরু হয়ে চলবে ৩ জুলাই পর্যন্ত। এর মধ্যে ৫ থেকে ৯ জুন পর্যন্ত চলবে সরকারি হজযাত্রা। এবার হজযাত্রীদের ভিসা ও শিডিউল নিয়ে বিড়ম্বনা হবে না বলে হজ অফিস জানালেও হাব বলছে, বেসরকারি পর্যায়ে হজ যাত্রীদের ভিসা এখনও শুরু হয়নি।
সারা বিশ্বের ১০ লাখ মুসল্লি এবার হজে অংশ নেয়ার সুযোগ পাচ্ছেন। বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জনসহ সর্বমোট ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পাবেন।
বাংলাদেশের হাজিদের স্বাগত জানাতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে মক্কায় বাংলাদেশ হজ মিশন। এদিকে হাজিদের চলাফেরা নির্বিঘ্ন করতে অনুমতি ছাড়া মক্কা ও মদিনার হজ সংশ্লিষ্ট এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
করোনা মহামারির কারণে কঠোর স্বাস্থ্যবিধি মেনে এবার হজ কার্যক্রম পরিচালনার কথা জানিয়েছে সৌদি সরকার। এ বছর হাজির সংখ্যা অর্ধেকেরও কম হওয়ায় মক্কা মদিনায় বাড়ি ভাড়া অনেক কম বলে জানিয়েছেন হোটেল ব্যবসায়ীরা।
মক্কা-বাংলাদেশ হজ মিশনের কাউন্সিলর জহিরুল ইসলাম বলেন, ‘মক্কা-মদিনায় বাড়ি ভাড়ার কাজ শেষ হয়েছে। শেষ মুহূর্তের প্রস্তুতি চলমান রয়েছে। মক্কায় হাজিদের সেবার জন্য আমরা ১৫৮ কর্মী নিয়োগ দিয়েছি।’
২০১৯ সালে প্রায় ২৫ লাখ মানুষ হজে অংশ নেন। তবে ২০২০ সালে করোনা মহামারি শুরুর পর, কেবল এক হাজার বিদেশি হজযাত্রী অংশ নিতে পারবে বলে ঘোষণা দেয় সৌদি কর্তৃপক্ষ। পরের বছর, ২০২১ সালে লটারির মাধ্যমে নির্বাচিত সৌদি নাগরিক ও বাসিন্দাদের মধ্যে ৬০ হাজার মুসলিম হজ পালনের অনুমতি পান। এ বছর স্থানীয় ও বাইরের দেশের মোট ১০ লাখ মুসল্লি পবিত্র হজ পালন করবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন