হজারো বিলাসবহুল গাড়ি নিয়ে পুড়ে যাওয়া জাহাজটি এবার ডুবলো আটলান্টিকে!
বিলাস বহুল গাড়ি বোঝাই জাহাজটি জার্মানি থেকে যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছিলো, তবে মাঝপথেই আগুন ধরে যায়। প্রায় ১৫ দিন আগে পোর্শে, ল্যাম্বরগিনিসহ হাজারও বিলাসী গাড়ি নিয়ে পুড়ে যাওয়া জাহাজটি এবার আটলান্টিক মহাসাগরে ডুবে গেছে।
খবরটি নিশ্চিত করেছে পর্তুগালের নৌবাহিনী ও জাহাজের ম্যানেজার। দি ফেলিসিটি এইস নামের জাহাজটি পর্তুগাল থেকে ২৫০ মাইল দূরের অ্যাজোরেস দ্বীপের কাছে ডুবে যায়।
জাহাজের ম্যানেজার জানিয়েছেন, ২০০ মিটার লম্বা এই নৌযানটিকে অন্য জাহাজের সাহায্যে তীরে টেনে আনার কাজ শুরু হতেই এটি ডুবে গেছে।
পতুর্গাল নৌবাহিনী জানিয়েছে, যেখানে জাহাটি ডুবে গেছে সেখানকার পানির গভীরতা ৩০ হাজার ফিট। এর আগে আগুন লাগার ঘটনায় হেলিকপ্টারে করে জাহাজটির ২৩ ক্রু সদস্যকে উদ্ধার করেছিলো পর্তুগালের বিমান বাহিনী।
জাহাজটিতে ঠিক কতো হাজার গাড়ি ছিলো তা নিশ্চিত হওয়া যায়নি।
তবে দি ফেলিসিটি এইসের ৪ হাজার গাড়ি বহন করার সক্ষমতা আছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন