হঠাৎ অন্ধকারে ডুবে গেল ‘হোয়াইট হাউজ’
হঠাৎ করেই হোয়াইট হাউজের আলো নিভে গেল। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৩টার দিকে বাইরের বাতি নিভে গেলে অন্ধকারে ডুবে যায় ট্রাম্পের বাসভবন। নির্বাচনী প্রচারণা শেষে গভীর রাতে মিশিগান অঙ্গরাজ্য থেকে ফেরার পরপরই এমন ঘটনা ঘটে।
হোয়াইট হাউজে ফেরার পরই ট্রাম্পকে শুভেচ্ছা জানাতে রাত জেগে বাইরে অপেক্ষা করেন সমর্থকরা। তাদের অনুরোধে সেখানে সেল্ফি তোলেন মার্কিন প্রেসিডেন্ট।
এদিকে, মার্কিন নির্বাচনকে কেন্দ্র করে হোয়াইট হাউজের বাইরে যখন বিক্ষোভকারীরা অবস্থান করছেন। তখন বাতি নিভে যাওয়াটা বেশ রহস্যজনক হিসেবেই দেখছেন সাধারণ মানুষ। নির্বাচন পরবর্তী ফলাফলের ওপর নির্ভর করেই মূলত গণ্ডগোল করতেই ট্রাম্প-বাইডেনের পক্ষ-বিপক্ষকারীরা বাইরে অবস্থান নিয়েছেন। যদিও সহিংসতা মোকাবিলায় ব্যাপক নিরাপত্তা সদস্য মোতায়ন রয়েছে।
এদিকে, হোয়াইট হাউজ অন্ধকার হওয়ার পেছনে কোনো কারণ জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৩ নভেম্বর) মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। বিশ্ববাসী অপেক্ষায় আছেন কে হচ্ছেন যুক্তরাষ্ট্রের ৪৬তম শাসক।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন