হঠাৎ ব্যস্ত রাস্তায় বিমানের অবতরণ, ভয় পেয়ে যান গাড়ি চালকরা!
ব্যস্ত সড়কে আপনি রাস্তায় গাড়ি চালাচ্ছেন। রীতিমতো ব্যস্ত সময়। এমন সময়েই আপনার গাড়ির পাশে সেই সড়কে একটি বিমান অবতরণ করলো। কেমন মনের অবস্থা হবে আপনার? সম্প্রতি মার্কিন মুলুকের ক্যালিফোর্নিয়ার ইন্টারস্টেট ৮ সান দিয়াগোতে ঘটল এই বিরল ঘটনা।
জানা যাচ্ছে, কেরি ডেকার নামে এক নারী গাড়ি চালিয়ে যাচ্ছিলেন সেই রাস্তা ধরে। এমন সময়ে তিনি দেখতে পান একটি বিমান নেমে আসছে পথে। কেরি ক্যামেরাবন্দি করেন সেই দৃশ্য। কেরি তার ছেলেকে নিয়ে যাচ্ছিলেন দাঁতের ডাক্তারের কাছে। পথে এমন ঘটনায় তিনি হতচকিত হয়ে যান।
শুধু তিনিই নন, এমন ঘটনায় ভয় পেয়ে যান পথের অন্যান্য গাড়ি চালকরাও। কেরির তোলা ভিডিওয় চারপাশ থেকে চিৎকার শোনা যাচ্ছে তাদের। পরে কেরি তার তোলা ভিডিও ফেসবুকে পোস্ট করেন। সেই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রল সূত্রে জানা গিয়েছে, গত ১৯ অক্টোবর বেলা ১১:১৫ নাগাদ ঘটনাটি ঘটেছে। সেই বিমানের ইঞ্জিনে হঠাৎ গণ্ডগোল টের পান পাইলট। তাই প্লেনটিকে আপৎকালীন অবতরণের সিদ্ধান্ত নেন তিনি। কাছেই বিমান বন্দর থাকা সত্ত্বেও কেন রাস্তায় নামতে হল এই প্রশ্নের উত্তরে পাইলট জানিয়েছেন, পরিস্থিতি তখন এমন যে, রাস্তায় না নেমে উপায়ান্তর ছিল না তার সামনে। এই ঘটনায় কোনও বিপদ ঘটেনি। কেউ আহতও হননি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন