হবু বরকে জড়িয়ে ধরে প্রকাশ্যে ঠোঁটে চুমু প্রিয়াঙ্কার! (ভিডিও)
রোববার ২৬ বছরে পা দিয়েছেন মার্কিন পপস্টার জোনাস। নিকের ভাই জো জোনাস ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে লস এঞ্জেলসের একটি বেসবল স্টেডিয়ামে নিকের জন্মদিন উদযাপন করেন নিক-প্রিয়াঙ্কা। সেখানে প্রকাশ্যে নিককে চুমু খেয়েছেন প্রিয়াঙ্কা।
এরইমধ্যে নিকের জন্মদিন উদযাপনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে স্টেডিয়ামের মাঝে তৈরি করা মঞ্চে কেক কাটেন নিক। পাশেই দাঁড়িয়ে ছিলেন প্রিয়াঙ্কা। কেক কাটা শেষে হবু স্ত্রীর দিকে এগিয়ে যান নিক। এরপর তাকে জড়িয়ে ধরে প্রকাশ্যে ঠোঁটে চুমু খান প্রিয়াঙ্কা! এই প্রথম নিক-প্রিয়াঙ্কাকে প্রকাশ্যে চুমু খেতে দেখা গেলো।
নিজের ৩৬ তম জন্মদিনে লন্ডনে নিক জোনাসের সঙ্গে আংটি বদল করেন প্রিয়াঙ্কা চোপড়া। আর বাগদানের পর থেকে সম্পর্কের বিষয়টি এখন আর লুকিয়ে রাখছেন না এ তারকা যুগল।
বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন প্রিয়াঙ্কা-নিক। সেখানে হবু বরের সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন দেশি গার্ল খ্যাত এ অভিনেত্রী।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন