হাজার হাজার মানুষের এক ক্ষুদে শিক্ষক
শিশুটির বয়স মাত্র ১২ বছর। দুটি পা নেই। তা সত্ত্বেও তার নাচ মুগ্ধ করেছে হাজার হাজার মানুষকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নাচের ভিডিও এখন রীতিমতো ভাইরাল। নিজের নৃত্যশৈলীর মাধ্যমে হাজার হাজার মানুষকে অনুপ্রেরণা যোগাচ্ছে ছোট্ট এ মেয়েটি। চীনের জিয়াংসু প্রদেশের বাসিন্দা ছোট্ট এ মেয়েটির নাম জিয়াং জিয়াংসি।
তবে জন্ম থেকে এমন অবস্থা ছিল না মেয়েটির। ২০১০-এ যখন তার মাত্র ছয় বছর বয়স, তখন স্কুল থেকে বাড়ি ফেরার পথে একটি ট্রাকের ধাক্কায় গুরুতর জখম হয় সে। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দীর্ঘক্ষণ লড়াই চালিয়ে চিকিৎসকরা ছোট্ট জিয়াংয়ের প্রাণ বাঁচাতে সক্ষম হলেও বাদ দিতে হয় তার দুটি পা। মেয়ের এ মর্মান্তিক পরিণতিতে ভেঙে পড়েন জিয়াংয়ের মা। একটু সুস্থ হয়ে উঠতেই লড়াইয়ের জন্য ঘুরে দাঁড়ায় ছোট্ট জিয়াং। গত চার বছর ধরে সে বিশেষভাবে প্রশিক্ষণ নিচ্ছে তার ছোটবেলার স্বপ্নপূরণের লক্ষ্যে। তার ব্যালে ড্যান্সার হওয়ার স্বপ্ন। ইতিমধ্যেই তার দেশের বিভিন্ন প্রান্তে নৃত্য পরিবেশন করেছে সে। সবরকম প্রতিকূলতাকে জয় করে সে এগিয়ে চলেছে তার লক্ষ্যে।
জিয়াং জানায়, সে যখন নৃত্য পরিবেশন করে বা অনুশীলন করে তখন সে ভুলেই যায় যে তার দুটি পা নেই। শোনা যাচ্ছে, জিয়াংকে নিয়ে একটি ছবিও বানাতে উদ্যোগী হয়েছেন সেদেশের এক চলচ্চিত্র পরিচালক। নেট দুনিয়ায় আপাতত সে জনপ্রিয় হয়ে উঠেছে ‘ডান্সিং এঞ্জেল’ নামে। ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত যাকে শুধুই প্রতিকূলতার সম্মুখীন হতে হয় প্রতিদিন, সেই জিয়াং এখন বাঁচতে শেখাচ্ছে হাজার হাজার মানুষকে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন