হাতকড়াসহ পলায়ন, আসামির বাড়িতে পুলিশের অস্থায়ী ক্যাম্প!
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/06/camp_49650_1497502054.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
রাজধানীর সাভারে হাতকড়াসহ এক আসামি পালানোর পর তাঁর বাড়িতে অস্থায়ী ক্যাম্প বসিয়েছে পুলিশ।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ও অস্থায়ী ক্যাম্পের ইনচার্জ সোহেল আল মামুন জানান, গত শুক্রবার ভোররাতে ‘সন্ত্রাসী’ ও যুবলীগের সাবেক নেতা আল-আমিনের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এই সময় আল-আমিন পুলিশের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে হাতকড়াসহ পালিয়ে যায়। এ সময় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আল -আমিনের সহযোগী ইসমাইল মারা যায়।
এরপর ৩৪ জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা করে পুলিশ। এই মামলায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর পলাতক আসামি আল আমিনকে ধরতে গতকাল বুধবার রাত ৮টা থেকে তাঁর বাড়ির সামনে অবস্থান নিয়েছে পুলিশ। অস্থায়ী এই ক্যাম্পে দিনে-রাতে ১৩ জন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।
সোহেল আল মামুন বলেন, ‘সন্ত্রাসী ও ভূমি দস্যু আল-আমিনের বিরুদ্ধে থানায় প্রায় ১০ থেকে ১৫টি মামলা রয়েছে। তাঁকে ধরতে ও এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তাঁর বাড়ির সামনে অস্থায়ী ক্যাম্প বসিয়েছে।এ ছাড়া পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।’
এদিকে স্থানীয়রা জানান, পুলিশ ক্যাম্প বসানোর পর আল-আমিনের তিন ভাই ও বাবা-মা এলাকা ছেড়ে পালিয়ে গেছেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন