হাতিরঝিলে ব্রিজের রেলিং ভেঙে গাড়ি নিচে, আহত ৪

রাজধানীর হাতিরঝিলের মহানগর সংলগ্ন দুই নম্বর ওভারপাসের রেলিং ভেঙে একটি প্রাইভেটকার নিচের সড়কে পড়ে গেছে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। আহতদের একজনকে মগবাজারের ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
সোমবার রাত ১০টার দিকে রামপুরা মহানগর আবাসিক এলাকা সংলগ্ন হাতিরঝিলের ২ নম্বর ওভারপাসের এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আতাউর রহমান জানান, একটি কালো রঙের এলিয়ন প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাসের রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এতে চারজনকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় কমিউনিটি ক্লিনিকে পাঠানো হয়েছে। গাড়িটি একটুর জন্য ঝিলে পড়েনি। এটি সড়কের পাশে পড়েছে।
প্রত্যক্ষদর্শী সৈয়দ আলী আহমদ জানান, আমি বিপরীত পাশে দাঁড়িয়ে ছিলাম। বিকট শব্দের পর হৈচৈ শুনতে পাই। সামনে গিয়ে দেখি গাড়িটির সামনের কাঁচসহ গাড়িটি পুরোপুরি ভেঙে গেছে। কয়েকজন মিলে আহতদের বের করে হাসপাতালে নিয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গাড়িটি উদ্ধার করে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন



















