হাতিরঝিলে ব্রিজের রেলিং ভেঙে পানিতে মাইক্রোবাস
রাজধানীর হাতিরঝিলের একটি ব্রিজের রেলিং ভেঙে লেকের পানিতে পড়ে গেছে এক মাইক্রোবাস। ফায়ারসার্ভিস বলছে, ব্যস্ত সময়ে এমন দুর্ঘটনা ঘটলে হারাতে পারতো অনেক প্রাণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন বলছে, বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ৬৫ জনের মৃত্যু ঘটে।
শনিবার ভোরে রাজধানীর কনকর্ড পুলিশ প্লাজার পাশের হাতিরঝিলের ব্রিজের রেলিং ভেঙে মাইক্রোবাস দুর্ঘটনা ঘটে।
হাতিরঝিল থেকে রামপুরাগামী ওয়াটার বাসের মূল চ্যানেল এই ব্রিজের নিচেই। গাড়ির চালক রাজীব অক্ষত থাকলেও ফায়ার সার্ভিস বলছে, ব্যস্ত সময়ে এমন দুর্ঘটনা অনেক মানুষের প্রাণহানি ঘটাতো নি:সন্দেহে। চালকের গাফিলতিকেই এমন দুর্ঘটনার জন্য দায়ী করেছে ফায়ার সার্ভিস।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় বছরে নিহতের সংখ্যা প্রায় ২০ থেকে ২৫ হাজার। প্রতিদিন প্রাণহানি ঘটে ৬৪ থেকে ৬৫ জনের।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন