হাতীবান্ধায় দুর্যোগ প্রশমন দিবস পালিত

‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে নানা কর্মসূচিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়।

কর্মসূচির মধ্যে ছিল র্্যালি, আলোচনা সভা ও দুর্যোগের আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া। রোববার সকালে এ উপলক্ষে একটি র্্যালি বের হয়ে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়।

অনুষ্ঠানের সহযোগিতায় ছিল গণ উন্নয়ন কেন্দ্র নামে একটি বেসরকারি সংস্থা। ইউএনও আতিকুল ইসলামের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার( ভূমি) দুলাল হোসেন,পিআইও মাইদুল ইসলাম শাহ্, হাতীবান্ধা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত লিডার দেলোয়ার হোসেন, গণ উন্নয়ন কেন্দ্রের উপজেলা প্রজেক্ট অফিসার রবিউল হাসান রবি প্রমুখ।