হাতীবান্ধায় নম্বর কমানোর দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন
লালমনিরহাটের হাতীবান্ধায় আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ১০০ মার্কের পরিবর্তে ৫০ মার্কে পরীক্ষা নেয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এইচএসসি-২৩ ব্যাচের পরীক্ষার্থীরা।
মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার মেডিকেল মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ করে পরীক্ষার্থীরা।
পরীক্ষার্থীরা বলেন, ২০২২ ব্যাচের এইচএসসি পরীক্ষার্থীরা আড়াই বছর সময় পেয়ে ১০০ মার্কের পরিক্ষার প্রস্তুতি নেওয়ার সময় পেয়েছিলো। কিন্তু ২৩ ব্যাচের এইচএসসি পরীক্ষার্থীদের সময় দেয়া হয়েছে মাত্র দেড় বছর। আবার সাথে আইসিটি বিষয়টিও ২৩ ব্যাচের পরীক্ষার্থীদের সাথে যোগ করে দেয়া হয়েছে। আমাদের সাথে কেন এই বৈষম্য? সামনে পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। অথচ এত কম সময়ের কারণে আমরা পরীক্ষার কোন প্রস্তুতি নিতে পারিনি।
২৩ ব্যাচের এইচএসসি পরীক্ষার্থীদের দাবি, আসন্ন এইচএসসি পরীক্ষায় আইসিটি বিষয় বাতিল করতে হবে, সব বিষয়ে ৫০ মার্করে পরিক্ষা নিতে হবে, নয়তো পরীক্ষা পিছিয়ে দিতে হবে। নাহলে আমারা আন্দোলন চালিয়ে যাব।
এ সময় আলিমুদ্দিন সরকারি কলেজের পরীক্ষার্থীদের মধ্যে জয়দেব বর্মন জয়ন্ত, হাসান সিহাব, কৃতার্থ, সন্ধ্যান রায়, বাধন রায়, সাওরিয়ার সৈকত, তন্ময় দেব তনুসহ বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন