হাতীবান্ধায় বন্যার ঝুঁকি কমাতে করণীয় সভা
লালমনিরহাটের হাতীবান্ধায় বন্যার ঝুঁকি কমাতে করণীয় বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ আগস্ট) দুপুরে হাতীবান্ধা গণ উন্নয়ন কেন্দ্রের বন্যা সহনশীল প্রকল্প কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউসিসিজির উপজেলা সভাপতি আলহাজ্ব নূরজ্জামানের সভাপতিত্বে উক্ত সভায় ইউসিসিজির উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও ডাউয়াবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বরকত হোসেন, যুগ্ন সম্পাদক ও হাতীবান্ধা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নূরল হক, কোষাধ্যক্ষ ও হাতীবান্ধা মহিলা ডিগ্রী কলেজ অধ্যক্ষ মোতাহার হোসেন লাভলু, গণউন্নয়ন কেন্দ্রের ফিল্ড অফিসার রবিউল হাসানসহ ইউসিসিজির সদস্যগণ অংশ নেয়।
উক্ত সভায় হাতীবান্ধা উপজেলার বন্যা কবলিত ৬টি ইউনিয়নে মাটির ক্ষয় রোধের জন্য রাস্তার ধারে বৃক্ষরোপন, ব্রীজের নিজের জলাশয়ের কচুরিপানা অপসারণ ও বন্যার আগে সতর্কবার্তা প্রচারসহ বন্যার ঝুঁকি হ্রাসে নানাবিধ গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন