হাতীবান্ধা ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সুচনা চত্বর এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটর সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বিকালে এ দূঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুড়িমারী থেকে ছেড়ে আসা একটি ভুট্টা বোঝাই ট্রাক ঢাকার উদ্দেশ্য যাওয়ার সময় হাতীবান্ধা উপজেলায় সুচনা চত্বর এলাকায় মোটর সাইকেল আরোহী সোহেল রানাকে ধাক্কা দিলে পিছনে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে । সোহেল রানা আইক্রিম কোম্পানীতে কর্মরত ছিলেন।মার্কেটিংয়ের কাজ করতে গিয়ে দূর্ঘটনার ঘটনা ঘটে। সোহেল রানার বাড়ি লালমনিরহাট সদরে।

প্রত্যক্ষদর্শী লুলু মিয়া জানায়, বুড়িমারী থেকে ছেড়ে আসা একটি ভুট্টা বোঝাই ট্রাকটি ঢাকার উদ্দেশ্য যাওয়ার সময় সোহেলকে ধাক্কা দিলে পিছনে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।

হাতীবান্ধা ফায়ার সার্ভিস ইনচার্জ লিডার হরিস চন্দ্র বর্মন বলেন, আমরা ফোন পাওয়ার পর পরেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে সড়ক দুর্ঘটনায় সোহেলরানা নামের একজনের মরদেহ উদ্ধার করি এবং হাইওয়ে পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করি। চালক পালিয়ে গেলেও স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করেন।