হানিমুনে স্বামীর মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যার চেষ্টা!
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/08/bridegroom-pistol_pic.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নববধূ এখনো বিয়ের পোশাকে। গিয়েছিলেন হানিমুনে। আর সেখানেই নাকি এমন কাণ্ড! স্বামীর মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যার চেষ্টা। ভাগ্যিস মদ্যপ নববধূ পিস্তলে গুলি ভরতে ভুলে গিয়েছিলেন।
হানিমুনে গিয়ে স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগে যুক্তরাষ্ট্রের টেনেসিতে এক নববধূকে আটক করেছে পুলিশ। খবর: বিবিসি বাংলা।
পুলিশের অভিযোগ, ওই নববধূ বিয়ের অনুষ্ঠান শেষ হতে না হতেই স্বামীর মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি দেন। ২৫ বছর বয়সী কেট এলিজাবেথ প্রিচার্ড যখন আটক হন, তখনো তিনি বিয়ের পোশাক পরিহিত ছিলেন।
অভিযোগ জানা গেছে, এলিজাবেথ একটি নাইন এমএম পিস্তল তার স্বামীর মাথায় ঠেকান এবং ট্রিগার চাপেন। তবে ভাগ্য সহায় ছিল যে পিস্তলে তখন কোনো গুলি ছিল না।
অবশ্য পরে আবার ওই নববধূ পিস্তলে গুলি ভরেন এবং ফাঁকা গুলি ছুঁড়লে উপস্থিত লোকজন ভয়ে পালাতে থাকেন।
প্রত্যক্ষদর্শীদের অনেকের অভিযোগ, নবদম্পতি মদ্যপান করছিল এবং মোটেলের বাইরে নিজেদের মধ্যে ঝগড়া করছিল।
পুলিশ কর্মকর্তারা তাদের দুজনের বিরুদ্ধেই কর্তৃপক্ষের সঙ্গে অসহযোগিতার অভিযোগ এনেছেন। একজন কর্মকর্তা বলেন, ‘নববধূ বিয়ের পোশাকের মধ্যে লুকিয়ে রাখা পিস্তল বের করে তার স্বামীর মাথায় ঠেকান।’
পরে পুলিশ নববধূর স্বামীকে বলেন, ‘তোমাদের হানিমুন শেষ।’ নববধূকে জেলে নেয়া হয় বলেও নিশ্চিত করেছে পুলিশ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন