হামলার প্রতিবাদে ঐক্যফ্রন্টের রোডমার্চ শনিবার
নেতাকর্মীদের ওপর হামলা, গ্রেফতার-হয়রানির প্রতিবাদে শনিবার ঢাকা থেকে ময়মনসিংহ পর্যন্ত রোডমার্চ করবে জাতীয় ঐক্যফ্রন্ট।
শুক্রবার পল্টনের জামান টাওয়ারে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান নাগরিক ঐক্যের সভাপতি ও ঐক্যফ্রন্টের নেতা মাহমুদুর রহমান মান্না।
তিনি বলেন, ‘হামলার প্রতিবাদে আমরা রোডমার্চ কর্মসূচি ঘোষণা করছি। পথিমধ্যে কয়েকটি জায়গায় পথসভা হবে। ইতোমধ্যে কর্মসূচির বিষয়ে পুলিশকে চিঠি দিয়ে জানানো হয়েছে।’
রোডমার্চে কামাল হোসেনের যাওয়ার কথা থাকলেও শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তার উপস্থিতি নিশ্চিত নয় বলে জানিয়েছেন ঐক্যফ্রন্টের মিডিয়া কো-অর্ডিনেটর মেহেদী মাসুদ। তবে আ স ম রবসহ সিনিয়র নেতারা এতে অংশ নেবেন।
আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন সকাল ৯টায় সাভার জাতীয় স্মৃতি সৌধে ফুল দেয়া ও বিজয় র্যালি বের করার কর্মসূচি দিয়েছে ঐক্যফ্রন্ট। ১৭ ডিসেম্বর সোমবার তাদের ইশতিহার ঘোষণা করা হবে।
এদিকে শুক্রবার বিকেলে ঐক্যফ্রন্টের শ্যামপুরে নির্বাচনী পথসভা করার কথা থাকলেও তা স্থগিত করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন