‘হালদা’ আসছে ৮০ টি প্রেক্ষাগৃহে

আগামী ১ডিসেম্বর মুক্তি পাচ্ছে নন্দিত পরিচালক তৌকীর আহমেদের ‘হালদা’ চলচ্চিত্রটি ৷ এরই মধ্যে ইউটিউবে প্রকাশিত সিনেমার ট্রেলারটি কুড়িয়েছে ব্যাপক প্রশংসা। সেই সাথে এর গানগুলোও পেয়েছে দর্শকপ্রিয়তা। মুক্তি পেয়েছে ছবিটির ‘নোনা জল’ এবং চট্টগ্রামের আঞ্চলিক ভাষার ‘গম গম লার’ গানটি।

জানা গেছে দেশজুড়ে ৮০ প্রেক্ষাগৃহে এক যোগে ছবিটি মুক্তি পাচ্ছে। এরপর ৮ ডিসেম্বর বাংলাদেশের বাইরে ১৬ টি দেশে মুক্তি পাবে হালদা চলচ্চিত্রটি।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হল হালদা। আর এই হালদা নদীর পাড়ে বাস করা মাছ ধরায় নিয়োজিত মানুষদের জীবনযাত্রা নিয়ে নির্মিত এ ছবিটি। এতে মূল ভূমিকায় অভিনয় করেছেন ফজলুল রহমান বাবু, মোশাররফ করিম, তিশা এবং জাহিদ হাসান।

কেবল দেশেরই নয় এশিয়ার একমাত্র প্রাকৃতিক প্রজনন কেন্দ্র হালদাকে এভাবে চলচ্চিত্রের পর্দায় আনার উদ্যোগকে স্বাগত জানিয়েছে সুধীমহল। এক ধরনের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবেই এর নির্মাণ -উল্লেখ করে সাধুবাদ জানাচ্ছেন নির্মাতা তৌকীর আহমেদকে। ভালো কাজকে উৎসাহিত করতে হলে গিয়ে এ চলচ্চিত্র দেখার আহ্বানও জানিয়েছেন তারা৷

চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত এ চলচ্চিত্র ঘিরে দর্শকদের বিপুল আগ্রহ প্রকাশ পেলেও অনেকে আবার ভাবছেন, দুরূহ এ আঞ্চলিক ভাষা সবার বোধগম্য হবে কিনা। তবে সেক্ষেত্রে প্রমিত বাংলায় সাব টাইটেল ব্যবহার করেছেন পরিচালক। ‘হালদা’ পরিচালক তৌকির আহমেদের পঞ্চম চলচ্চিত্র।