হিজাব পরায় ডেনিশ তরুণীকে জরিমানা
হিজাব পরে শপিং মলে যাওয়ায় ডেনমার্কের এক তরুণীকে ১৫৬ ডলার জরিমানা করা হয়েছে। ২৮ বছর বয়সী ওই নারীকে শপিং মলে দেশটির পুলিশ হিজাব খুলতে বললে তিনি রাজি হননি। এতে করে এ জরিমানা করা হয় তাকে। শুক্রবার কোপেনহেগেনের হরশোম শহরে এ ঘটনা ঘটে।
সম্প্রতি দেশটিতে হিজাব পরায় নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। নিষেধাজ্ঞার পর এই প্রথম কাউকে অভিযুক্ত করা হল।
উল্লেখ্য, জনসম্মুখে মুখ ঢাকা কাপড় পরিধান করলে জরিমানার কথা উল্লেখ করে চলতি বছরের জুন মাসে একটি আইন অনুমোদন করে ডেনমার্কের পার্লামেন্ট।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন