হিন্দি ভালো জানেন না বলেই প্রধানমন্ত্রী হতে পারেননি
হিন্দি ভালো বলতে পারেন না। এই কারণেই তিনি প্রধানমন্ত্রী হতে পারেননি বলে মন্তব্য করলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।
দীর্ঘদিন রাজ্যসভার সদস্য ছিলেন তিনি। সেটাও তাঁর প্রধানমন্ত্রী হওয়ার বিপক্ষে গেছে। তবে হিন্দি ভালো না জানাটাকেই তাঁর প্রধানমন্ত্রী হতে না পাড়ার বড় কারণ বলে মনে করেন তিনি। এই প্রসঙ্গে প্রাক্তন কংগ্রেস সভাপতি কে কামরাজের মন্তব্য তুলে ধরেন। কামরাজ একবার বলেছিলেন, ‘নো হিন্দি, নো প্রাইম মিনিস্টারশিপ। ’
পাঁচ দশকের সংসদীয় রাজনীতির অভিজ্ঞতা থেকে তিনি বলেন, জাতীয় স্বার্থের সঙ্গে আঞ্চলিক স্বার্থের সঙ্গতি রাখা কঠিন কাজ। তাই জোট রাজনীতিরও সফল হওয়া মুস্কিল। আত্মজীবনীর তৃতীয় খণ্ড প্রকাশের পর থেকেই প্রণবের মতামত নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। ‘দ্য কোয়ালিশন ইয়ারস: ১১৯৬-২০১২’ প্রকাশিত হওয়ার পর থেকেই তাঁর মতামত পাওয়ার জন্য সংবাদমাধ্যমে আগ্রহ তৈরি হয়েছে।
অকপটে নানা কথা শুনিয়েছেন তিনি। তাঁর দেখা সবচেয়ে উজ্জ্বল ঘটনা- সংসদে স্বাধীন বাংলাদেশের ঘোষণা করছেন শ্রীমতি ইন্দিরা গান্ধী। সূত্র: ইন্টারনেট থেকে
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন