হিন্দুদের মধ্যেও জঙ্গি আছে : কমল হাসান
বেশ কয়েকদিন ধরেই ভারতের সংবাদমাধ্যমে নিজের স্থান পাকা করে নিয়েছেন দক্ষিণে অভিনেতা কমল হাসান। না ছবির জন্য নয়, জাতীয় রাজনীতি নিয়ে তার বিতর্কিত মন্তব্যের জন্য।
এবার সরাসরি জঙ্গিবাদ নিয়ে মুখ খুললেন তিনি। তবে এবার মুসলিম জেহাদিদের নিয়ে নয়, বললেন হিন্দুদের মধ্যেও নাকি জঙ্গি মানসিকতার প্রবেশ ঘটেছে।
আগামী ৭ নভেম্বর নিজের জন্মদিনে নতুন দল তৈরি করছেন কমল, একথা এখন সবাই জানে। তার আগে হোমওয়ার্ক করতে অবশ্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে দেখা করেন তিনি।
গেরুয়া শিবিরে যে তিনি যাবেন না, সেটা আগেই হাভেভাবে বুঝিয়ে দিয়েছিলেন। দল ঘোষণার সময় এগিয়ে আসার সঙ্গে সেই অবস্থান আরও স্পষ্ট হচ্ছে।
কমল এদিন জানিয়েছেন, জঙ্গিবাদের প্রসঙ্গে বারবারই হিন্দু সংগঠনগুলি অন্য ধর্মের গোঁড়ামিকে দায়ি করে। আগে হিন্দু ধর্মও বিশ্বাস করত আলাপ, আলোচনায়। সেখানে হিংসার স্থান ছিল না। কিন্তু ইদানিং সব পাল্টে গিয়েছে। এখন বিভিন্ন হিন্দুবাদী সংগঠনের মধ্যেও ঢুকে পড়েছে জঙ্গি মানসিকতা। তাই অন্য ধর্মকে দোষ দেওয়ার আগে হিন্দু সংগঠনগুলির উচিত নিজের দিকে তাকানো।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন