হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে কুকুর : গবেষণা
সঙ্গী হিসেবে একটা সারমেয় মানুষের জীবন বদলে দেয়। সম্প্রতি গবেষণায় প্রকাশ পেয়েছে যে, সারমেয়রা শুধুমাত্র ভাল বন্ধুই নয়, সঙ্গী সারমেয় বাড়িয়ে দেয় মানুষের আয়ু।
কুকুরের সান্নিধ্যে দূরে থাকে হৃদরোগের মতো বহু জটিল রোগ।
‘সায়েন্টিফিক’ নামক জার্নালে প্রকাশিত সেই গবেষণাপত্রে বলা হয়েছে, কুকুরকে সঙ্গী করলে কার্ডিওভ্যাসকুলার সমস্যা আমাদের শরীর থেকে শতহস্ত দূরে থাকে। কুকুরের সান্নিধ্য বিশেষ করে উপকৃত করে অবিবাহিত ব্যক্তিদের। একাকিত্বে খুব ভালো সঙ্গী হয়ে উঠতে পারে এরা। হৃদরোগের ঝুঁকি কমিয়ে মৃত্যুর ঝুঁকি অনেকটাই কমাতে সাহায্য করে তারা।
সুইডেনের ৪০ থেকে ৮০ বছর বয়সী বেশ কিছু মানুষের উপর একটি সমীক্ষা করেন গবেষকরা। সমীক্ষায় উঠে এসেছে, যারা কুকুরকে সঙ্গী করেছিলেন তাদের তুলনায় যাদের সঙ্গে কুকুর ছিল না হৃদরোগে তাদের মৃত্যুর হার ৩৩ শতাংশ বেড়ে গিয়েছে। সারমেয় সঙ্গে হৃদরোগের প্রভাব কমেছে ১১ শতাংশ।
তবে, সারমেয়রা ঠিক কীভাবে হৃদরোগ প্রতিরোধ করে তা পরিষ্কার করে বলা হয়নি রিপোর্টে।
কিন্তু বিষয়টি সমীক্ষায় প্রমাণিত। তাই সুস্থ শরীরে দীর্ঘদিন বাঁচতে অবশ্যই সারমেয়দের সঙ্গী করুন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন