হেফাজতের মামলায় নারায়ণগঞ্জ জামায়াতের আমীর মঈনুদ্দিন গ্রেফতার
হেফাজতে ইসলামের ডাকা হরতালে নারায়ণগঞ্জে সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা মাঈনুদ্দিন আহমেদসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার গভীর রাতে ফতুল্লার হাজীগঞ্জ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
এসময় সেখান থেকে জামায়াতের কর্মী জনি ও বিএনপি নেতা ইসলামকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী জানান, রাতে গ্রেফতারের পর আসামিদের সিদ্ধিরগঞ্জ থানায় নেয়া হয়েছে। সকালে তাদেরকে আদালতে পাঠানো হবে। গ্রেফতার করা তিনজনই হেফাজতের হরতালে নাশকতা সৃষ্টির ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি।
গত ২৮ মার্চ সারা দেশে হেফাজতে ইসলামের ডাকা হরতাল কর্মসূচিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড, সানারপাড় ও শিমরাইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় অর্ধশত যানবাহনে অগ্নিসংযোগ ভাংচুর ও সড়ক অবরোধ করা হয়। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় ১৩২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকশ ব্যক্তিকে আসামি করে পৃথক আটটি মামলা দায়ের করা হয়।
পুলিশ জানিয়েছে, এসব মামলায় এ পর্যন্ত ৩৫ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন