হেরে গিয়েও মোদির মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন, কে এই ভাগ্যবান?

তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদি। স্থানীয় সময় রোববার সন্ধ্যা সোয়া ৭টায় রাষ্ট্রপতি ভবনে শুরু হবে শপথগ্রহণ। তার আগেই এদিন নতুন মন্ত্রিসভার সদস্যদের তালিকা অনেকটা প্রস্তুত করে ফেলেছে এনডিএ নেতারা। সেই তালিকায় আছেন হেরে যাওয়া বিজেপি নেতা রবনীত সিং বিট্টুও। খবর টাইমস অব ইন্ডিয়ার।

এবারের লোকসভা নির্বাচনে হেরে গেলেও মন্ত্রী করা হচ্ছে পাঞ্জাবের বিজেপি নেতা রবনীত সিং বিট্টুকে। রোববার বিকালে টাইমস অব ইন্ডিয়ার লাইভ আপডেট থেকে এমন তথ্যই জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে রবনীত সিং বিট্টু বলেছেন, ‘নির্বাচনে হেরে গেলেও এনডিএ সরকার যে আমাকে তাদের মন্ত্রিসভায় বেছে নিয়েছে, সেটা একটা বড় ব্যাপার। ‘

তিনি আরো বলেন, ‘আসলে এবার পাঞ্জাবকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আগামি ২০২৭ সালের বিধানসভা নির্বাচনেও বিজেপি যাতে জিততে পারে, তার জন্য প্রস্তুতি শুরু করব আমি।’

উল্লেখ্য, গত মঙ্গলবার ভারতের ৫৪৩টি আসনের লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে। তাতে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে ২৯২টি আসন। বিরোধী জোট ‘ইন্ডিয়া’ পেয়েছে ২৩৩টি। অন্যান্য দলের পাওয়া আসনসংখ্যা ১৮টি।

তাৎপর্যপূর্ণ বিষয় হল- এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পেলেও ২০১৪ এবং ২০১৯-এর মতো এবার আর এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। কারণ ৫৪৫ আসনের (দুটি মনোনীত আসনসহ) লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২৭৩টি আসন। সেখানে বিজেপি এককভাবে পেয়েছে ২৪০টি। তাই সরকার গঠন করতে তাদের শরিক দলগুলোর ওপর নির্ভর করতে হচ্ছে।

এই পরিস্থিতিতে বুধ ও শুক্রবার দফায় দফায় এনডিএ শরিকদের নিয়ে দিল্লিতে বৈঠকে বসেন মোদি-অমিত শাহরা। শুক্রবারই এনডিএ-র বৈঠকে সর্বসম্মতিক্রমে নরেন্দ্র মোদিকে সংসদীয় দলনেতা নির্বাচিত করা হয়। এরপরেই রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তৃতীয়বারের মতো সরকার গঠনের অনুমতি চান মোদি।