হেলমেট ছাড়া মন্ত্রীদের দোষ নেই, যত দোষ হিরো আলমের…! (ভিডিও)
শুটিং এর কাজে হেলমেট ছাড়া এক স্থান থেকে আরেক স্থানে যাচ্ছেন হিরো আলম, এ ছবি এখন অনলাইনে ভাইরাল।
এ প্রসঙ্গে হিরো আলম বলেন, বাংলাদেশের সংবিধানের ২৭ অনুচ্ছেদ অনুযায়ী আইনের দৃষ্টিতে সবাই সমান। দু একজন মন্ত্রী হেলমেট না পরে অহরহ মোটর বাইকে চলাচল করলেও তাদেরকে অভিযুক্ত করা হয়নি, অথচ সামান্য হিরো আলমকে নিয়ে তোলপার হচ্ছে অনলাইন দুনিয়া।
ভাইরাল এই অভিনেতা বলেন, ‘শুটিং এর সময় এক স্থান থেকে আরেক স্থানে যাচ্ছিলাম। পথে এক ভক্ত বাইকে উঠতে জোরালো অনুরোধ করেন। এর পরিপ্রেক্ষিতেই বাইকে উঠে হাতিরঝিল থেকে মহাখালীতে আসি।’ রাস্তায় হেলমেট না পরায় পুলিশ বাইকটিকে আটকিয়ে মামলা দায়ের করে এবং কোন কিছু না জানিয়েই ছবি উঠায়। সেই ছবিই এখন ভাইরাল।’
ক্ষোভ প্রকাশ করে হিরো আলম বলেন, আমি সাধারণ মানুষ । আমার অপরাধ এত বড় করে না দেখে ভিভিআইপিদের অপরাধ খুঁজুন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন