হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম জোরদারে মাঠে নওগাঁর পুলিশ

সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা প্রতিরোধে ও চালকদের সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম জোরদারে মাঠে নেমেছে জেলা পুলিশ।

আজ সকালে শহরের মুক্তির মোড়ে সাকিব ফিলিং স্টেশনে শুরু হয় এই কার্যক্রম। এতে নেতৃত্ব দেন পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক। এসময় সেখানে পুলিশের উদ্যোগে অস্থায়ী হেলমেটের দোকান বসানো হয়। সেই সাথে হেলমেটবিহীন অবস্থায় মোটরসাইকেল চালক যারা তেল নিতে আসেন তাদেরকে সড়ক দুর্ঘটনা রোধে সতর্কতা ও সচেতন করে ওই দোকান থেকে স্বল্পমূল্যে হেলমেট দেওয়া হয়।

সেই সাথে যারা আইন মেনে তেল নেন তাদেরকে জানানো হয় ফুলের শুভেচ্ছা। এরপর শহরের বিভিন্ন সড়কের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেয় পুলিশ। এছাড়াও পেট্রোল পাম্পগুলোতে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।এই কার্যক্রম চলমান থাকবে ও পাম্প কর্তৃপক্ষকে হেলমেট ছাড়া চালকদের জ্বালানি না দিতে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার। এসময় অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।