হেলিকপ্টারে চড়ে বন্যার্তদের ত্রাণ দিতে গেলেন অনন্ত জলিল

বানভাসি মানুষের পাশে দাঁড়ালেন নায়ক ও প্রযোজক অনন্ত জলিল। বৃহস্পতিবার বেলা ২টার দিকে তিনি ঢাকা থেকে হেলিকপ্টারযোগে কুড়িগ্রামের চিলমারীতে পৌঁছান। সেখানে তিনটি ইউনিয়নের বন্যাকবলিত প্রায় দুই হাজার চারশ পরিবারকে ত্রাণসহায়তা দিচ্ছেন তিনি।
জানা গেছে, থানাহাট ইউনিয়নের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক হাজার একশ পরিবারকে, রমনা ইউনিয়নের আটশ পরিবার এবং চিলমারী ইউনিয়নের পাঁচশ পরিবারকে ত্রাণসহায়তা দেবেন তিনি।
অনন্ত জলিল বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের আহ্বান জানিয়েছেন। তিনি চলচ্চিত্র থেকে কিছুটা সরে গিয়ে বর্তমানে ইসলাম ধর্ম প্রচারে মনোযোগ দিয়েছেন। রাজধানী ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সময় পেলেই ইসলামের দাওয়াত ও তাবলিগ জামাতে ছুটছেন ৩৯ বছর বয়সী এই তারকা।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন