হোস্টনে বন্যায় ২৫ জনের মৃত্যু
শক্তিশালী ঘূর্ণিঝড় হার্ভের প্রভাবে ভয়াবহ বন্যায় যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হোস্টন শহরে কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে আরো ১৭ জন। বুধবার দ্বিতীয় বারের মতো হার্ভের প্রভাবে টেক্সাস এবং লুইসিয়ানায় রেকর্ড পরিমান বৃষ্টিপাত হয়েছে।
গত কয়েক দশকে এমন ঘূর্ণিঝড় দেখেনি টেক্সাস। শক্তিশালী ঘূর্ণিঝড় ও বন্যার কারণে প্রায় ৩২ হাজার মানুষ নিজেদের বাড়ি-ঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে। কয়েক হাজার বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেয়া হলেও এখনও অনেকেই বন্যাকবলিত এলাকায় আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
হেলিকপ্টার এবং নৌকা নিয়ে উদ্ধারকর্মী, সেনাবাহিনী এবং পুলিশ বন্যাকবলিত এলাকার লোকজনকে উদ্ধার করছেন। শুক্রবার টেক্সাসে আঘাত হানে গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড় হার্ভে। এর প্রভাবে তীব্র বৃষ্টিপাত থেকেই আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়ে।
ওই অঞ্চলে আরো কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে সতর্ক করেছে আবহাওয়া। বন্যাকবলিত এলাকার কয়েক হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। সেখানে খাবার, পানির ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ।
আবহাওয়া দপ্তর বলছে, গত ৫০ বছরে টেক্সাসে আঘাত হানা ঝড়গুলোর মধ্যে এটিই সবচেয়ে শক্তিশালী। বন্যায় টেক্সাসে এক দম্পতির মৃত্যু হয়েছে। সিমোনটনের হাইওয়ে রাস্তায় গাড়ি চালিয়ে যাওয়ার সময় তাদের গাড়িটি বন্যার পানিতে ভেসে যায়।
হ্যারিস কাউন্টির পুলিশ জানিয়েছে বন্যায় এখনো ১৭ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। টেক্সাস এবং লুইসিয়ানায় ২ লাখ ৫৪ হাজার বাড়ি-ঘর এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন