হোয়াইট হাউজে যাবেন প্রযুক্তিবিশ্বের কর্ণধাররা
ডিজিটাল সেবা ‘রূপান্তর এবং আধুনিকীকরণ’ এর উদ্দেশ্যে প্রথমবারের মতো হোয়াইট হাউজে ‘আমেরিকান টেকনোলজি কাউন্সিল’ নামে এক সম্মেলন আয়োজন করতে চলেছে মার্কিন সরকার। এতে অংশ নিবেন অ্যাপল, মাইক্রোসফট, আইবিএমসহ শীর্ষ টেকজায়ান্টদের প্রধান নির্বাহী কর্মকর্তারা (সিইও)। খবর বিজনেস ইনসাইডার।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনারের অধীনস্থ প্রকল্পগুলোর একটি ‘দ্য আমেরিকান টেকনোলজি কাউন্সিল’। কাউন্সিলের আসন্ন সম্মেলন আগামী ১৯ জুন হোয়াইট হাউজে অনুষ্ঠিত হবে।
সম্মেলনে হোয়াইট হাউজের পক্ষ থেকে অ্যামাজনের জেফ বেজোস, অ্যাপল সিইও টিম কুক, মাইক্রোসফটের সত্য নাদেলা, গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেটের চেয়ারম্যান এরিক স্মিথ ও আইবিএমের সিইও জিনি রোমেট্টির উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন