হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, মিউট করা যাবে ইচ্ছামতো
হাজার লোকের হাজার মন্তব্যে ফোনের নোটিফিকেশনের ভিড় বাড়তে থাকে। অন্যদিকে আবার রয়েছে অফিস বা স্কুল-কলেজের অনলাইন পড়াশোনার গ্রুপ। সব মিলিয়ে একেবারে জগাখিচুড়ি হয়ে যায়।
একাধিক নোটিফিকেশনের জ্বালায় মাঝে মধ্যে প্রয়োজনীয় মেসেজটাই অজান্তে চোখের আড়াল হয়ে যায়। কিন্তু এবার সেই জ্বালা থেকে মুক্তি দিল হোয়াটসঅ্যাপ। গ্রুপের প্রয়োজনীয়তা অনুসারে নোটিফিকেশন অন রাখতে পারবেন। অপ্রয়োজনীয় গ্রুপ হলে সারাজীবনের জন্য মিউট করেও রাখতে পারবেন নতুন ফিচারে।
নতুন ফিচারের কথা টুইট করে জানিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। মিউট অপশনের স্ক্রিনশট পোস্ট করে সংস্থাটি লিখেছে, ‘এবার যে কোনো চ্যাট অনির্দিষ্ট সময়ের জন্য মিউট করা যাবে।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন