হয়ে যান অনলাইনের ঝাড়ুদার, মাসে আয় ২৫ হাজার টাকা!
বাড়িতে বসে আছেন কলেজ পাশ করে। সময় কাটছে না। পকেটও খালি। রোজগারের জন্য চেষ্টা করে যাচ্ছেন রোজ প্রতিদিন। এই অবস্থা থেকে চটজলদি ঘুরে দাঁড়াতে পারেন। মাসে ২৫ হাজার ঘরে বসে আয় করলে ক্ষতি কি?
না, ট্রেনে, বাসে বা খবরের কাগজের চটুল বিজ্ঞাপন নয়। সত্যি সত্যিই ২৫ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারেন ইন্টারনেটে ময়লা পরিষ্কার করে। গুগল, ফেসবুক, মাইক্রোসফট-এর মতো বড় সংস্থাগুলির পাশাপাশি মাঝারি ও ছোট সংস্থাগুলিও এই কাজে লোক নিচ্ছে। পদটির নাম ‘ওয়েব কমেন্ট মডারেটর’।
বিভিন্ন ওয়েবসাইটে প্রচুর বাজে কমেন্ট, ছবি, ভিডিও-সহ নানা অপ্রয়োজনীয় বিষয় আপলোডেড হয়ে যায়। সেগুলিকেই পরিষ্কার করতে হবে। যাতে ওয়েবসাইটটি পরিষ্কার থাকে। মাইক্রোসফট-এর সঙ্গে যুক্ত এক সংস্থা কর্ণধার সুমন হাওলাদার জানাচ্ছেন, ‘ওয়েব কমেন্ট মডারেটর’-এর কাজ করে ১৫ হাজার টাকা থেকে শুরু করে ২৫ হাজার টাকা পর্যন্ত আয় করা যায় ঘরে বসেই। বহু ছেলে-মেয়ে করছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন