য়মনসিংহের তারাকান্দায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/01/1_20230123_191646_0000-900x450.png)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ময়মনসিংহের তারাকান্দা স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে এক যুবতী অবস্থান করছে।
জানা গেছে, উপজেলার বানিহালা ইউনিয়নের নলচাপরা গ্রামের এক গার্মেন্টস কর্মীর (২২) সাথে পাশের বাড়ির আব্দুল গনির পুত্র এমদাদুল হক (২৫) সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে গত বছর নভেম্বর মাসে উভয়ে বিজ্ঞ নোটারি পাবলিক আদালতে এফিডেভিট বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
ভুক্তভোগী ওই যুবতী জানান, এফিডেভিট মূলে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর উভয়ে দুই মাস গাজীপুরের শ্রীপুর উপজেলার বাঘেরর বাজার এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে। গত এক মাস পূর্বে ওই যুবতিকে বাসা রেখে প্রেমিক এমদাদুল পালিয়ে যায়। তারপর ভুক্তভোগী যুবতি তারাকান্দা থানায় অভিযোগ দায়ের করে।
এলাকায় পুলিশ গেলে তোলপাড় শুরু হয়। শনিবার দুপুরে ওই যুবতী স্ত্রী’র স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান করে।
এ সময় প্রেমিকের মামাসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ রাতে বসে বিষয়টি ফযসালার আশ্বাস দেওয়া যুবতি ওই বাড়িতে অবস্থান করে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন