১০৫ হলে মুক্তি পেয়েছে শাকিব-শুভশ্রীর ‘চালবাজ’
যৌথ প্রযোজনার ছবি নয় বরং কলকাতার লোকাল প্রোডাকশনের ছবি ‘চালবাজ’। সাফটা চুক্তির ভিত্তিতে বাংলাদেশের প্রেক্ষাগৃহে শুক্রবার মুক্তি পেয়েছে ছবিটি। তাও সাফটা চুক্তির ছবি হিসেবে রেকর্ড সংখ্যক প্রেক্ষাগৃহ পেয়েছে ছবিটি। ১০৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘চালবাজ’।
২০ এপ্রিল কলকাতায় মুক্তির পর এবার বাংলাদেশেও মুক্তি পেল শাকিব খান অভিনীত ‘চালবাজ’।
সাফটা চুক্তির ভিত্তিতে বাংলাদেশে ছবিটি মুক্তি দিচ্ছে এন ইউ ট্রেডার্স। প্রতিষ্ঠানটি কর্ণধার গোলাম কিবরিয়া লিপু জানান, গতকাল ১০৩ হলে চালবাজ মুক্তি চূড়ান্ত হয়েছিলো। পরে শেষ সময়ে এসে হল সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৫।
গত সোমবার ‘চালবাজ’ বাংলাদেশের সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পায়। শাকিব খান ছাড়াও ছবিতে অভিনয় করেছেন শুভশ্রী, রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায়, কাজী হায়াৎ, হাসান ইমাম, আশিষ বিদ্যার্থী প্রমুখ। ‘চালবাজ’ ছবিটি পরিচালনা করেছেন কলকাতার পরিচালক জয়দ্বীপ মুখার্জী।
শাকিব খান বলেন, ঈদের সময় না হলেও সিনেমাপ্রেমী দর্শকদের কাছে ঈদের আমেজ তৈরি করেছে চালবাজ। যে কোনো উৎসবের বাইরেও এ ছবি পুরোনো রেকর্ড ভেঙে দিতে পারে।
কলকাতার প্রসঙ্গ টেনে শাকিব বলেন, ওপার থেকে ভালো সাড়া পাচ্ছি।
সাফটা চুক্তির ভিত্তিতে ‘চালবাজ’ বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে এবং বাংলাদেশের ছবি ‘অজান্তে ভালোবাসা’ ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন