১০ ঘণ্টা পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল শুরু
ঘন কুয়াশার কারণে মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ও মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি নৌপথে ১০ ঘণ্টা শুরু হয়েছে।
শুক্রবার সকাল ১০টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয় বলে বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ি সহকারী ম্যানেজার রুহুল আমিন জানিয়েছেন।
এর আগে বৃহস্পতিবার রাত ১২টার পর এই রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় কয়েকশ যানবাহন নিয়ে মাঝ পদ্মায় ৬টি ফেরি আটকা পড়ে।
ফেরি চলাচল শুরু হলেও দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় উভয় ঘাটে ৬ শতাধিক যানবাহন আটকে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে বলে বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি ঘাট সূত্রে জানা গেছে।
রুহুল আমিন জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে কুয়াশা বাড়তে থাকায় দুর্ঘটনা এড়াতে এ রুটে সব ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। কুয়াশার মাত্রা কমলে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার সকাল ১০টার ফেরি চলাচল শুরু হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন