১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা বিএনপির
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/11/1486143122.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এ কর্মসূচি ৫- ১৫ নভেম্বর পর্যন্ত চলবে।
বৃহস্পতিবার বিকেলে যৌথসভা শেষে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
কর্মসূচির মধ্যে রয়েছে- ৭ নভেম্বর সকাল ৬টায় দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন। একই দিন সকাল ১০টায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানানো হবে।
এছাড়া দিবসটি উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে পোস্টার ও ক্রোড়পত্র প্রকাশ করবে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির বাইরে স্থানীয় পর্যায়ে মহানগর-জেলা ও উপজেলা-থানা-ইউনিয়নেও ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভাসহ অন্যান্য কর্মসূচি পালন করবে বলে জানান জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।
বিএনপির পক্ষ থেকে পোস্টার, ক্রোড়পত্র প্রকাশ করা হবে। এছাড়া বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠন সারাদেশে স্থানীয় সুবিধা অনুযায়ী আলোচনা সভাসহ অন্যান্য কর্মসূচি পালন করবে বলেও জানান রিজভী।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আললগীরের সভাপতিত্বে যৌথ সভায় উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সারোয়ার, হাবিব উন নবী খান সোহেলসহ দলে অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতারা।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন