১০ বছরে তরুণ ভোটার বেড়েছে ২ কোটি ২৫ লাখ
নবম সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা প্রণয়নের পর থেকে গত ১০ বছরে দেশে তরুণ ভোটার বেড়েছে দুই কোটির ২৫ লাখের বেশি।
এই সময়ের মধ্যে যারা ভোটার হয়েছেন, তাদের অধিকাংশের বয়স এখন ১৮-২৮ বছর।
দাবি-আপত্তি ও সংশোধনীর জন্য আবেদন নিষ্পত্তি শেষে আজ বুধবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে মোট ভোটার ১০ কোটি ৪১ লাখ ৪২ হাজার ৩৮১ জন।
ইসি কর্মকর্তারা জানান, প্রতি বছর গড়ে ২৫ লাখ তরুণ ভোটার তালিকায় যোগ হচ্ছেন। এ বছর হালনাগাদ যোগ হচ্ছে ৪৩ লাখ ২০ হাজারের মতো নতুন ভোটার।
নতুনদের নিয়ে বর্তমানে ভোটার সংখ্যা দাঁড়াবে ১০ কোটি ৪১ লাখের মতো; যারা একাদশ সংসদ নির্বাচনে ভোট দেবেন।
নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলোর একটি মোর্চা ইলেকশন ওয়ার্কিং গ্রুপের (ইডব্লিউজি) পরিচালক আব্দুল আলীম বলেন, নবম সংসদ নির্বাচনের পর যারা ভোটার হয়েছেন, তাদের তরুণ ভোটার হিসেবেই বিবেচনা করা হচ্ছে। এ তরুণ ভোটাররা শিক্ষা ও প্রগতিশীলতার চিন্তা ধারণ করেন। অনেক চিন্তাভাবনা করেই ভোটকেন্দ্রে যাবেন তারা। বলা যায়, আগামী সংসদ নির্বাচনে এ তরুণ ভোটাররাই একটি বড় নিয়ামক হবেন।
ইসি সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের সময় ভোটার ছিল ৯ কোটি ১৯ লাখ ৬৫ হাজার ১৬৭ জন।
২০০৮ সালের ২৯ ডিসেম্বরে নবম সংসদ নির্বাচনের সময় দেশে মোট ভোটার ছিল ৮ কোটি ১০ লাখ ৮৭ হাজার।
উল্লেখ্য, ১ জানুয়ারি ১৮ বছর হলেই নাগরিকদের ভোটার তালিকাভুক্ত করা হয়। নির্বাচন কমিশন বছরের উপযুক্ত সময়ে হালনাগাদ করার জন্য কর্মসূচি ঘোষণা করে। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ চলে। এ ছাড়া বছরের যে কোনো সময় ভোটারযোগ্যদের নিবন্ধন করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন