১০ সেকেন্ডে এক হাঁড়ি দই শেষ করলেন জার্মান রাষ্ট্রদূত!

আখিম ট্র্যোস্টার। মাসখানেক আগে ঢাকায় জার্মান দূতাবাসে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন তিনি। রাষ্ট্রদূত আখিম এরইমধ্যে ঢাকার মিষ্টি দই খেয়ে মুগ্ধ হয়েছেন তিনি।

রাষ্ট্রদূত নিজেই একটি হাঁড়িভর্তি দইয়ের ছবি তার টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ঢাকায় মোটা হওয়া থেকে বাঁচার কোনো সুযোগ নেই। জীবনে প্রথমবারের মতো কেউ মিষ্টি দই খাওয়াল। কী যে সুস্বাদু!!

এর কিছুক্ষণ পরই রাষ্ট্রদূত আরেকটি টুইট করেন। সেখানে দইশূন্য খালি হাঁড়ির আরেকটি ছবি পোস্ট করে লেখেন, ‘১০ সেকেন্ড পরে’।

তবে কে তাকে মিষ্টি দই খাইয়ে মন জয় করে নিল- তা অবশ্য জানা যায়নি। রাষ্ট্রদূতও খোলাসা করেননি।

এদিকে সম্প্রতি পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাকরখানি খেয়ে মুগ্ধ হয়ে টুইট করেছেন ঢাকায় নিযুক্ত আরেকজন রাষ্ট্রদূত। তিনি হলেন নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন। তিনিও টুইটারে বাকরখানি খাওয়ার ছবি পোস্ট করে মুগ্ধতা প্রকাশ করেন।