১০ হাজার অতিরিক্ত ঘুষ না দেওয়ায় পরিক্ষার স্বপ্ন শেষ সোহানের

গত দুই মাস যাবৎ ভোকেশনাল (৯ম শ্রেণীর) বোর্ড পরীক্ষায় অংশগ্রহনের প্রস্তুতি সম্পন্ন করেছিল সোহান। তাই বৃহস্পতিবার সকাল ১০ টায় অন্য সহপাঠীদের সঙ্গে একই পরীক্ষা কেন্দ্রে অংশ নিতে আসেন এই শিক্ষার্থী। আর পরীক্ষা কেন্দ্রে এসে জানতে পারেন টাকা নিয়েও অনুমতি পত্র সহ প্রয়োজনীয় কোন কাগজই সম্পাদন করেননি শিক্ষক। ফলে পরীক্ষা কেন্দ্রের বাইরে দীর্ঘ অপেক্ষার পর অংশ নিতে না পেরে কান্নায় ভেঙে পড়েন তিনি।

বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুমতি পত্রের অপেক্ষা করছিল সোহান। আর এভাবেই পরীক্ষায় অংশগ্রহণ ছাড়াই ভেজা চোখে বাড়ি ফিরতে হয়েছে তাকে।

শিক্ষার্থী সোহানের অভিযোগ, গত তিনমাস আগে পাচজুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভোকেশনাল শাখায় ভর্তি হয়ে বোর্ড পরীক্ষায় অংশ নিতে সাড়ে তিন হাজার টাকা তুলে দিয়েছেন নাম সর্বোস্ব প্রতিষ্ঠান পরিচালনা কারি শিক্ষক হাসানের হাতে৷ নিয়মানুযায়ী ৬ নভেম্বরের সকালে অন্য সহপাঠীদের সঙ্গে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হন তিনি। কিন্তু পুলিশি পাহারায় পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তাদের উপস্থিতিতে অনুমতি পত্র জমা দিতে পারে নি সোহান।

ঠিক তখনও মুঠোফোনে স্বল্প সময়ের মধ্যে অনুমতি পত্র নিয়ে হাজির হওয়ার কথা বলছিলেন অভিযুক্ত শিক্ষক হাসান।

কিন্তু পরীক্ষা শুরুর ঘন্টা পেরিয়ে গেলে ব্যবহৃত মোবাইল বন্ধ রাখেন নামধারী ভোকেশনাল শিক্ষক। ফলে পরীক্ষায় অংশগ্রহণ করতে না পেরে মাঠেই কান্নায় ভেঙে এই পড়ে কিশোর শিক্ষার্থী। যা হৃদয় ছুয়ে যায় স্থানীয় সহ উপস্থিত অভিভাবকদেরও। আর সোহানকে দেখে শান্তনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছিলেন না উপস্থিত পরীক্ষা কেন্দ্রের দায়িত্বশীল ব্যক্তিরাও।

সোহানের সঙ্গে পরীক্ষা কেন্দ্রের সামনে আসা তার মামা ওমর ফারুক জানান, রেজিষ্ট্রেশন ফি সহ মোট সাড়ে তিন হাজার টাকা দেওয়ার পরও অতিরিক্ত ১০ হাজার টাকা চেয়ে ছিলেন নাম ধারী ভোকেশনাল শিক্ষক হাসান। আর তা না দেওয়ার ফলেই আমার ভাগ্নের ১ টি বছর শেষ করে দিয়েছেন শিক্ষক নামের ওই কশাই।

তবে এর পরেই তথ্য অনুসন্ধানে বেড়িয়ে আসে দাপুটে শিক্ষক হাসানের দীর্ঘ ১৭ বছর ধরে ধানখালী পাচজুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভোকেশনাল কার্যক্রম নিয়ন্ত্রণ করার তথ্য। যিনি দেড়যুগ যাবৎ ওই প্রতিষ্ঠানের সকল রেজুলেশন বই সহ শিক্ষার্থী পরিচালনা আইডি পাসওয়ার্ড পর্যন্ত নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। যা শুনে নড়েচড়ে বসেন মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপজেলা কর্মকর্তারা।

আরও আশ্চর্যের বিষয় ওই প্রতিষ্ঠানের ভোকেশনাল শাখায় দীর্ঘ বছরে ঠিক কতজন শিক্ষার্থী ভর্তি হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তাও জানেন না বিদ্যালয়ের প্রধান কর্তাও।

আর প্রভাবশালী এই ব্যক্তি হাসান আমতলী উপজেলার টেপুরা আহম্মেদিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক পদেও কর্মরত। এবং সেখানেও নিয়মিত পাঠদানে অংশ নেন তিনি। তবুও অতিরিক্ত অর্থ আয়ের জন্য পাচজুনিয়া ভোকেশনাল শাখার সকল কার্যক্রম নিজের নিয়ন্ত্রণে রেখেছেন হাসান।

ধানখালী পাচজুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুবউদ্দিন জানাব, আমি এই স্কুলে যোগদান করেছি প্রায় এক বছর। আমার আগেও আরও চারজন প্রধান শিক্ষক ছিলেন। কিন্তু তারা কেউই ভোকেশনাল কার্যক্রম পরিচালনা করতে পারেনি। হাসানের একক আধিপত্য বিস্তারে কেউ মুখ খোলার সাহসও পায়নি। কিন্তু আমি বিষয়টি জানতে চাওয়ায় দুদিন আগে আমার স্কুলে এসে হুমকি দিয়ে গেছেন।

ওই সময়ে ইউএনও স্যার সহ সংশ্লিষ্ট উপরস্থ কর্মকর্তাদের হস্তক্ষেপে রেজুলেশন বই চাইলেও মাদরাসা শিক্ষক হাসান তা ফেরত দেন নি। উল্টো আমাকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন।

একই বিদ্যালয়ে কর্মরত অভিযুক্ত ব্যক্তি মো. হাসানের বোন সহকারী শিক্ষক ইমরানা বেগম জানান, ২০০৯ সালে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা তুলশি রানী তার ভাই হাসানের মাধ্যমে ভোকেশনাল সম্পর্কিত কাগজ পত্র সম্পাদন করেন। এসময় ভোকেশনালের আইডি পাসওয়ার্ড তার ভাই হাসানের কাছেই ছিল। এরপর ১৭ বছর কেটে গেলেও আর রেজুলেশন বই সহ কোন কিছুই তিনি ফেরত দেন নি। এটা প্রভাব খাটিয়ে এবং অনৈতিক ভাবে তার ভাই অন্য প্রতিষ্ঠানে কর্মরত থেকেও পরিচালনা করছেন বলে তিনি স্বীকার করেন।

তবে এ বিষয়ে আমতলী উপজেলার টেপুরা আহম্মেদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক হাসান জানান, একটা পরীক্ষা গেছে তাতে সমস্যা নাই, আগামী বছর দেবে। তবে কোন ক্ষমতাবলে ভোকেশনাল শাখার সবকিছু তার নিয়ন্ত্রণে রেখেছেন জানতে চাইলে তিনি বলেন ওই প্রতিষ্ঠান আমার টাকায় করেছি, তাই আমি মানুষ দিয়ে চালাই। একটু সহানুভূতি চান এই প্রতিবেদকের কাছে।

কলাপাড়া উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মনির হোসেন জানান, পরীক্ষা কেন্দ্রে উপস্থিত ছিলাম, সেই সময়ে বিষয়টি জেনেছি। কিন্তু এর আগে ইউএনও স্যার নিজেও হাসানের কাছে ভোকেশনালের বিষয়ে জানতে চাইলে তিনি স্যারকে গুরুত্ব দেন নি। এখন এক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারে নি এটা খুবই দুঃখ জনক। আমরা উপরস্থ কর্মকর্তাদের জানিয়েছি। ইউএনও স্যারও বিষয়টি অবগত হয়েছেন। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।