১০ হাজার ডাক্তার নিয়োগ দেবে সরকার

বিশেষ বিসিএসের মাধ্যমে দশ হাজার চিকিৎসক নিয়োগের সরকারি সিদ্ধান্ত অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।গত বৃহস্পতিবার এ সিদ্ধান্ত সরকারপ্রধান অনুমোদন করেছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। নাসিম বলেন, পর্যায়ক্রমে তাদের নিয়োগ দেওয়া হবে। তৃণমূলের মানুষের স্বাস্থ্য সেবা সঠিকভাবে নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত তিন বছরে বিসিএসের মাধ্যমে প্রায় সাত হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের তথ্য অনুযায়ী, দেশে ৭৫ হাজারের মত নিবন্ধিত চিকিৎসক থাকলেও স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে সরকারি চাকরিতে আছেন ২২ হাজারের মত চিকিৎসক।