১১শ’ কোটি টাকার প্রকল্প অনুমোদন হওয়ায় নওগাঁয় খাদ্যমন্ত্রীর মিষ্টি বিতরণ
নওগাঁ জেলার ১১ টি উপজেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে মঙ্গলবার ১১শ’ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। এতে নওগাঁবাসীর মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। উন্নয়নের চমক পেয়ে শহরে মিষ্টি বিরণ করেছেন স্থানীয়রা।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৭ টার সময় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জড়ো হয় উচ্ছ্বসিত মানুষ। এসময় প্রধান সড়কে দাঁড়িয়ে পথচারী, রিকশা চালক, বিভিন্ন শ্রেণি পেশার সাধারণ মানুষকে মিষ্টি খাওয়ান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
এসময় খাদ্যমন্ত্রী বলেন- আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাসী। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন করে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছেন। অল্প সময়ের মধ্যেই দেশের চেহারায় ইতিবাচক পরিবর্তন এনে দিয়েছে বর্তমান সরকার। পদ্মাসেতু, চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেল, ঢাকায় মেট্রোরেল, এক্সপ্রেসওয়ে দেশবাসীর জন্য বিশাল উপহার।
মন্ত্রী বলেন, সারাদেশে শেখ হাসিনার উন্নয়নের জোয়ার বইছে। মানুষের জীবন মানের উন্নয়ন হয়েছে।জনগণের আর্থসামাজিক মর্যাদা বেড়েছে। এই উন্নয়নের ধারাবাহিকতায় নওগাঁ জেলায় এরইমধ্যে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় দিয়েছে সরকার। এবার নতুন করে শেখ হাসিনা নওগাঁবাসীর জন্য ইতিহাসে সবচেয়ে বড় উপহার দিলেন। জেলার ১১ টি উপজেলার জন্য আসছে ১১শ’ কোটি টাকার উন্নয়ন প্রকল্প। এই প্রকল্প বাস্তবায়ন হলে কোন রাস্তা আর কাঁচা থাকবে না। এছাড়া স্বাস্থ্য ও শিক্ষার প্রসার, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন; সর্বোপরি গ্রামীণ অবকাঠামোর বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে।
মন্ত্রী বলেন, নওগাঁবাসীর আরো আনন্দের খবর হলো জেলা শহরে চার লেন প্রকল্প অল্পদিনের মধ্যেই একনেকে অনুমোদন হতে যাচ্ছে। এছাড়া পৌরসভার উন্নয়নে ব্যাপক অর্থবরাদ্দ দিচ্ছে সরকার। শেখ হাসিনার এই উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো সকলকে নৌকা মার্কায় ভোট প্রদানের আহবান জানান মন্ত্রী।
মিষ্টি বিতরণকালে নওগাঁ জেলা আওয়ামী লীগের সহসভাপতি এমএ খালেক, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, নওগাঁ চেম্বারের সভাপতি ও এফবিসিসিআইয়ের পরিচালক ইকবাল শাহরিয়ার রাসেল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল, বিভাস মজুমদার গোপাল, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল লতিফ বকুল, যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায়, ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমানসহ অন্যান্য নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন