“১১ বছর পর নেত্রকোনার খালিয়াজুরীতে উপজেলা বিএনপি সম্মেলন”
দীর্ঘ ১১ বছর পর উৎসবমুখর পরিবেশে নেত্রকোণার খালিয়াজুরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী (২৮ জানুয়ারি)। উপজেলার কলেজ মাঠে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনে জেলা ও কেন্দ্রীয় বিএনপি সহ বিভিন্ন অংঙ্গ-সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত থাকবেন। সম্মেলন সফল ও সার্থক করতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন উপজেলা বিএনপির বিভিন্ন অংঙ্গ-সংগঠনের অসংখ্য নেতা-কর্মীগন।
উক্ত সম্মেলনে সভাপতি পদে ২ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বদ্বিতা করবেন। একজন উপজেলা বিএনপির আহ্বায়ক ও গাজিপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ স্বাধীন (আনারস) এবং কৃষ্ণপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ (ছাতা) প্রতীক।
এরই সাথে সাধারণ সম্পাদক পদে ৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করবেন। উপজেলা বিএনপির যুগ্ম আহŸায়ক মো: ইদ্রিছ আলী মোল্লা (মাছ), মো: মাহবুবুর রহমান তালুকদার কেষ্টু (মই), মো: তরিকুজ্জামান তরু (ফুটবল), আসিফুজ্জামান চৌধুরী উজ্জ্বল (মোরগ), নাজমুল হক তালুকদার আরিফ (তালা) ও এরশাদুল আলম শাহীন (চমশা) প্রতীক।
সর্বশেষ তথ্যমতে জানা যায়, সাধারণ সম্পাদক পদে ১ জন প্রার্থী মো: ফুল মিয়া স্ব-ইচ্ছায় নির্বাচন থেকে প্রত্যাহার করেন।
উপজেলার ৬টি ইউনিয়নের ৭১ সদস্য বিশিষ্ট কমিটির মোট ৪২৬ জন ভোটার সরাসরি ভোটের মাধ্যমে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারন সম্পাদক’কে নির্বাচিত করবেন।
এর আগে ২০১৪ সালে সর্বশেষ খালিয়াজুরী উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন