“১১ বছর পর নেত্রকোনার খালিয়াজুরীতে উপজেলা বিএনপি সম্মেলন”

দীর্ঘ ১১ বছর পর উৎসবমুখর পরিবেশে নেত্রকোণার খালিয়াজুরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী (২৮ জানুয়ারি)। উপজেলার কলেজ মাঠে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনে জেলা ও কেন্দ্রীয় বিএনপি সহ বিভিন্ন অংঙ্গ-সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত থাকবেন। সম্মেলন সফল ও সার্থক করতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন উপজেলা বিএনপির বিভিন্ন অংঙ্গ-সংগঠনের অসংখ্য নেতা-কর্মীগন।
উক্ত সম্মেলনে সভাপতি পদে ২ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বদ্বিতা করবেন। একজন উপজেলা বিএনপির আহ্বায়ক ও গাজিপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ স্বাধীন (আনারস) এবং কৃষ্ণপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ (ছাতা) প্রতীক।

এরই সাথে সাধারণ সম্পাদক পদে ৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করবেন। উপজেলা বিএনপির যুগ্ম আহŸায়ক মো: ইদ্রিছ আলী মোল্লা (মাছ), মো: মাহবুবুর রহমান তালুকদার কেষ্টু (মই), মো: তরিকুজ্জামান তরু (ফুটবল), আসিফুজ্জামান চৌধুরী উজ্জ্বল (মোরগ), নাজমুল হক তালুকদার আরিফ (তালা) ও এরশাদুল আলম শাহীন (চমশা) প্রতীক।

সর্বশেষ তথ্যমতে জানা যায়, সাধারণ সম্পাদক পদে ১ জন প্রার্থী মো: ফুল মিয়া স্ব-ইচ্ছায় নির্বাচন থেকে প্রত্যাহার করেন।

উপজেলার ৬টি ইউনিয়নের ৭১ সদস্য বিশিষ্ট কমিটির মোট ৪২৬ জন ভোটার সরাসরি ভোটের মাধ্যমে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারন সম্পাদক’কে নির্বাচিত করবেন।
এর আগে ২০১৪ সালে সর্বশেষ খালিয়াজুরী উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।