১৩ দিনে যাত্রাপথে নিহত ২৫৩, আহত ৯০৮
ঈদের আগে পরে মোট ১৩ দিনে এবার সড়ক, নৌ ও রেল পথে ২৪৪টি দুর্ঘটনায় মোট ২৫৩ জন নিহত ও ৯০৮ জন আহত হয়েছেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি।
এ সময় আরো জানানো হয়, ঈদের আগে যেভাবে প্রশাসনের মনিটরিং ছিলো ঈদের পর ঠিক সেভাবে মনিটরিং না থাকায় ঈদের পর দুর্ঘটনা বেশি ঘটেছে।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক বলেন, ঈদের আগে থেকে শুরু করে এখনও পর্যন্ত যানবাহন ও চালকদের বিরতি দেয়া সম্ভব হয়নি। ফলে ঈদের আগের তুলনায় এখন আরও বেশি দুর্ঘটনা ঘটছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন