১৩ বছর বয়সেই মাইক্রোসফট, গুগল আর উবার হ্যাক করল ছেলেটি!
মাত্র সে কৈশোরে পদার্পন করেছে। আর এ বয়সেই হয়ে গেছে হ্যাকিং তারকা। পাকিস্তানের করাচির ১৩ বছর বয়সী আহসান তাহিরকে চিনে নিন। সাইবার সিকিউরিটি দুনিয়ার সব মহারথীর অন্তরাত্মা কাঁপিয়ে দিয়েছে সে। ইতিমধ্যে মাইক্রোসফট, গুগল আর উবারের মতো প্রতিষ্ঠানে সফল হ্যাকিং অপারেশন চালিয়েছে। এখন বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের নিরাপত্তা হুমকী খুঁজতে তারই শরণাপন্ন হচ্ছে।
তবে তার ব্যক্তিগত ওয়েবসাইটটি হ্যাকিংয়ের শিকার হওয়ার পরই সে নিজেই হ্যাকার হওয়ার কাজ শুরু করে। নিজের ওয়েবসাইটের নিরাপত্তাব্যবস্থার ভুল খুঁজতে থাকে আহসান। অবশেষে এমন কাণ্ড ঘটিয়ে ফেললেন। কম্পিউটারে এই বিরল প্রতিভা নিয়ে ছেলেটি বিপুল অর্থ কামাতে পারবে অনায়াসে।
মাইক্রোসফট বা গুগল যে হ্যাক করেছে তার প্রতিদিনের জীবন হলো সকালে স্কুলে যাওয়া এবং স্কুল থেকে ফিরে সব কাজ শেষে হ্যাকিং চর্চা করা। ইতিমধ্যে বিভিন্ন কম্পানি থেকে উপার্জন শুরু করেছে সে। এ পয়সা দিয়ে একটি নতুন আইফোন ৭ কিনেছে। আর পয়সা জমাচ্ছে সে। ১৮ পেরোলে একটি গাড়ি কিনবে বলে। সূত্র : খালিজ টাইমস
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন