১৪ দফা বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে সাংবাদিকদের কলম বিরতি

সাংবাদিক সুরক্ষা আইন, সাংবাদিকদের তালিকা প্রণয়ন, চাকুরিবিধি ও নীতিমালা প্রণয়ন, চাকুরি নিশ্চয়তা-বেতন-ভাতাপ্রদানসহ ১৪ দফা বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে কলম বিরতি পালন গণমাধ্যম কর্মীরা।

মঙ্গলবার বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গৌরীপুর উপজেলা শাখার সহ-সভাপতি গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক হলি সিয়াম শ্রাবণ।

এতে বক্তব্য দেন গৌরীপুর প্রেস ক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, সাবেক সভাপতি কমল সরকার, সাধারণ সম্পাদক শেখ মো. বিপ্লব, গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি রায়হান উদ্দিন সরকার, গৌরীপুর মাল্টিমিডিয়া সাংবাদিক পরিষদের আহ্বায়ক হুমায়ুন কবীর সুমন, সদস্য সচিব মোখলেছুর রহমান।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সহসভাপতি মো. আব্দুল কাদির, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুরহান, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ দুদু, অর্থ সম্পাদক শামীম আলভী, কার্যনির্বাহী সদস্য শ্যামল ঘোষ, কামরুল হাসান লিটন, শামীম আনোয়ার, মোখলেছুর রহমান (সংগ্রাম), হিজবুল বাহার হৃদয়,এ কর্মসূচিতে অংশ নেন কালের কণ্ঠের জেলা প্রতিনিধি আলম ফরাজী।

গৌরীপুর প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, কোষাধ্যক্ষ শামীম খান, গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি হুমায়ুন কবীর, ওবায়দুর রহমান, আরিফ আহমেদ প্রমুখ।