১৫ অক্টোবর থেকে ইবিতে ভর্তির আবেদন
হুসাইন আফতাব, স্টাফ রিপোর্টার : ইবি থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের অনার্স প্রথমবর্ষ ভর্তি আবেদন চলতি মাসের ১৫ তারিখ থেকে শুরু হচ্ছে। চলবে নভেম্বরের ১০ তারিখ পর্যন্ত। অনলাইনে আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ নভেম্বর থেকে ২৯ নভেম্বর। ফরমের মূল্য পরিষদ করতে হবে ডাচবাংলা মোবাইল ব্যাংকিংয়ের (রকেট) মাধ্যমে। আজ বুধবার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এবছর বিভিন্ন ইউনিটে মোট দুই হাজার দুইশ’ ৬৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন। ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বার থেকে দশমিক ২৫ নম্বর কাটা যাবে। প্রতিটি ইউনিটের ফরমের মূল্য ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আবেদনের যোগ্যতা: বিজ্ঞান শাখা থেকে সর্বনিম্ন জিপিএ ৩.৫০সহ এসএসসি ও এইচএসসি উভয় মিলে জিপিএ ৭.৫০ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। মানবিক শাখা থেকে সর্বনিম্ন জিপিএ ৩.০০সহ উভয় মিলে জিপিএ ৬.৫০ প্রাপ্তরা এবং বাণিজ্য শাখা থেকে সর্বনিম্ন জিপিএ ৩.২৫সহ উভয় মিলে ৬.৭৫ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। উপজাতি কোটার আসন সংখ্যা ১০ জন থেকে বৃদ্ধি করে ১৫ জন করা হয়েছে। ধর্মতত্ত্ব অনুষদের অধীনে ‘এ’ ইউনিটে আল- কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়া’হ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ। মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভূক্ত ‘বি’ ইউনিটে রয়েছে ইংরেজি, বাংলা, আরবি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং ফোকলোর স্টাডিজ বিভাগ। ‘সি’ ইউনিটে রয়েছে, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, লোকপ্রশাসন, ডেভলপমেন্ট স্টাডিস এবং সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগ। বিজ্ঞান অনুষদের অধীনস্থ ‘ডি’ ইউনিটে রয়েছে ফলিত রসায়ন ও ক্যামিকৌশল, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি এবং সদ্য চালু হওয়া বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ। ‘ই’ ইউনিটে ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকটিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইইই), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সদ্য চালু ফার্মেসি ও ইনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি বিভাগ। ‘এফ’ ইউনিটে পরিসংখ্যান বিভাগ এবং গণিত বিভাগ। আইন ও শরীয়াহ অনুষদভূক্ত ‘এইচ’ ইউনিটে আইন বিভাগ, ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট এবং আল- ফিকহ্ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগ। ব্যবসায় প্রশাসন অনুষদভূক্ত ‘জি’ ইউনিটে হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি, ব্যবস্থাপনা, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, মার্কেটিং, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বলেন, কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির প্রথম সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (iu.ac.bd) পাওয়া যাবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন